৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৫:০৩:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ৩১ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- বাটা সু বাংলাদেশ লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং এসআলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড।

বাটা সু বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি চলতি ২০২৩ অর্থবছরের জন্য ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিভিডেন্ড প্রাপ্তির জন্য আগামী ২১ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড : এসএমই প্ল্যাটপমের কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য১২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪ টাকা ৬২ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৫০ পয়সা।

আগামী ২৮ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ; কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৫ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ১৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

এসআলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫৫ পয়সা।

আগামী ২৩ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

 

 

Share
নিউজটি ১৩৭ বার পড়া হয়েছে ।
Tagged