৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফেডারেল ইন্স্যুরেন্স

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২০ ১২:২৫:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপ্এিস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫০ পয়সা।
হিসাববছরের আলোচিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ২ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৩ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৯ বার পড়া হয়েছে ।
Tagged