৭ প্রতিষ্ঠানের লেনদেন শুরু

সময়: সোমবার, জুন ২৬, ২০২৩ ১০:২৮:৩৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২ জুলাই ৭ প্রতিষ্ঠানের লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- এমারেল্ড অয়েল, ইন্টারন্যাশনাল লিজিং, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।

এমারেল্ড অয়েল : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দেবে। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং : ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ৯ টাকা ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৬২ টাকা ২৪ পয়সা।

আগামী ১৭ জুলাই সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬২ টাকা ৬৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ২০২৩।

প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড : প্রতিষ্ঠানটি অর্ধবার্ষিকীর (২৭ ডিসেম্বর,২২-২৬ জুন, ২৩) সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

 

 

 

Share
নিউজটি ১০৪ বার পড়া হয়েছে ।
Tagged