আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাস ফিন্যান্স

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৫, ২০২০ ১১:৫৬:১৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : এক সাথে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সোমবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে : চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক : বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৯৫ পয়সা।

তৃতীয় প্রান্তিক : অন্যদিকে বছরের ৯ মাসে বা তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ৮ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬ টাকা ৬১ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৭৪ বার পড়া হয়েছে ।
Tagged