বছরজুড়ে ডিএসইতে প্রায় সোয়া লাখ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০ ৭:৪৩:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে বছরজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা৷ যা আগের বছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের ২০৮ কার্যদিবসে ডিএসইতে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। গতবছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি৷ যার গড় লেনদেন ছিল ৬৪৮ কোটি ৯৪ লাখ টাকা৷

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকা এবং গড়ে লেনদেন ছিল ৪৮০ কোটি ২৬ লাখ টাকা৷

১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি টাকার মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ৷

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের হয়েছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ ছিল৷

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৯ বার পড়া হয়েছে ।
Tagged