দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আসছে একুশ ফার্স্ট ইউনিট ফান্ড

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ ৯:০০:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড ‘একুশ ফার্স্ট ইউনিট ফান্ড’ নামে একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনছে। এ ফান্ডের কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি কাস্টোডিয়ান চুক্তি সই করেছে। ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান এবং একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ সিএফএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার মোহাম্মদ শিফুল ইসলাম, ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব ট্র্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. জাবেদুল আলম এবং কাস্টোডিয়ান সার্ভিসেসের ভারপ্রাপ্ত প্রধান চৌধুরী নাঈম নাওয়াজসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪০৭ বার পড়া হয়েছে ।
Tagged