ইইএফ ফান্ডের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সময়: বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯ ৯:৫৮:৫৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রদত্ত ইক্যুইটি অ্যান্ড এন্টারপ্রেনরশিপ ফান্ডের (ইইএফ) ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় এ সংক্রান্ত নীতিমালাটি পরিবর্তন করা যায় কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে এ ক্ষেত্রে প্রাপ্ত তিন হাজার আবেদন দ্রুত বাছাই করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
সম্প্রতি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
বৈঠকের একটি কার্যপত্র তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে বলা হয়, ‘সভায় আইসিবি প্রদত্ত ইক্যুইটি অ্যান্ড এন্টারপ্রেনরশিপ ফান্ড (ইইএফ) সঠিকভাবে বিতরণ এবং আদায় হচ্ছে কি না সে বিষয়ে আলোচনা হয়। তবে এ ফান্ডের ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় এ সংক্রান্ত নীতিমালাটি পরিবর্তন করা যায় কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেন সিনিয়র সচিব। এ ছাড়া প্রাপ্ত তিন হাজার আবেদন দ্রুত বাছাই করে তা নিষ্পত্তি করার নির্দেশও দেন তিনি।’
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৫ বার পড়া হয়েছে ।
Tagged