কারখানা বন্ধ মিরাকল ইন্ডাস্ট্রিজের

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০১৯ ৩:৫৭:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের কারখানা চলতি বছরের অক্টোবর থেকে বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কোম্পানি আশা করছে আগামী জানুয়ারি থেকে পুনরায় কারখানা চালু হবে।

প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ২৮ পয়সা। এ সময়ে নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬১ পয়সা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫১৬টি। কোম্পানিটি ২০১৮ সালে ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৬ বার পড়া হয়েছে ।
Tagged