সূচক কমলেও বেড়েছে লেনদেন

গ্লাক্সোস্মিথক্লাইনে ভর করে সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সময়: রবিবার, জুন ২৮, ২০২০ ৩:১৯:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই হাজার কোটি টাকা অতিক্রম করেছে; যা গত সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। আজ ডিএসইতে সূচকেরও ঊর্ধমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ কোটি৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ারে ভর করে আজ শেয়ারবাজারে লেনদেনে রেকর্ড পরিমাণ উত্থান হয়েছে।

উল্লেখ্য, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেড শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভি কিনি নিবে। কোম্পানিটির শেয়ার আজ ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় হয়েছে। এর মাধ্যমে শুধু গ্লাক্সোস্মিথক্লাইন এককভাবে ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা।

এদিন ডিএসই প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ১২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩৫টির।

রোববার ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ হাজার ৪৭৪ কোটি ৮৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৩৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেনে বড় উত্থান হয়েছে। টাকার অংকে সিএসইতে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৯টির। আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০১ বার পড়া হয়েছে ।
Tagged