নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার তদারকি ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সিডনিতে দেশটির নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (ASIC)-এর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন এ বৈঠকে বিএসইসির প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং ASIC-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় আসে উন্নত বাজার পর্যবেক্ষণ ব্যবস্থায় রিয়েল-টাইম মেকানিজম, ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML), XBRL-ভিত্তিক SupTech এবং RegTech সল্যুশনের সম্ভাব্য ব্যবহার।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, এই প্রযুক্তিগত সহায়তা পেলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং অভ্যন্তরীণ লেনদেন, তথ্য ফাঁস বা শেয়ার দর কারসাজির মতো বিষয়গুলো সহজেই চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা যাবে। বৈঠকে ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসির বর্তমান পর্যবেক্ষণ কাঠামোর দুর্বলতা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।
এদিকে ASIC-এর কর্মকর্তারা বাংলাদেশের শেয়ারবাজারের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং বিএসইসিকে প্রযুক্তিগত সহায়তা দিতে সম্মত হন। উভয় পক্ষ একটি সহযোগিতামূলক কাঠামো তৈরিতে একমত হয়েছে, যা আগামী দিনে বাংলাদেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, নিরাপদ ও বিনিয়োগবান্ধব করে তুলবে বলে মনে করা হচ্ছে।
এই বৈঠক দেশের বাজার তদারকি ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।