editorial

ক্ষুদে বার্তায় জরুরি তথ্য

 বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার নতুন উদ্যোগ

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯ ৫:৪৮:৪১ অপরাহ্ণ


শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়ার জন্য নতুন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এখন থেকে বিনিয়োগকারীরা এসএমএস’র মাধ্যমে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন। বিনিয়োগকারীদের সুবিধা দিতে বাংলাদেশ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১০তম পর্ষদসভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। ফলে এখন থেকে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা ঘরে বসেই মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে তাদের প্রয়োজনীয় তথ্যাদি পেয়ে যাবেন। লেনদেনের পাশাপাশি বিও অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগকারীর নাম পরিবর্তন, ব্যাংক হিসাব পরিবর্তন, ব্যাংকের নাম পরিবর্তন, বিও অ্যাকাউন্ট বন্ধকরণ বা খোলা ইত্যাদি নানা ধরনের তথ্য তারা সহজেই পেতে পারবেন। এছাড়া আরো কিছু সেবা বিনিয়োগকারীরা ঘরে বসেই পাবেন। এ জন্য বিনিয়োগকারীদের কোনো ধরনের ফি দিতে হবে না। বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধা চালু করার সিদ্ধান্ত ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে। তারা মনে করছেন, এসএমএস’র মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য প্রদানের এ উদ্যোগ অবশ্যই ভালো। এর ফলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হবে। বিনিয়োগকারীদের সংগঠন পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন এবং পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এ নতুন উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেছেন, বিনিয়োগকারীদের নিরাপত্তায় গৃহীত এ উদ্যোগ অবশ্যই ভালো। আমরা আশা করি, এর ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। ইতোপূর্বে আমরা ব্যাংকিং সেক্টরে এ ধরনের কিছু উদ্যোগ লক্ষ্য করেছি। এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন এবং জমা দিলে সেই বার্তা মোবাইল মেসেজের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট হোল্ডারের নিকট চলে যায়। শুধু তাই নয়, এমন ব্যাংকও আছে যেখানে কোনো গ্রাহকের দেয়া চেক ভাঙানোর জন্য উপস্থাপন করা হলে সেই চেক অনার করার আগেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীর কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জেনে নেয়া হয়, তিনি কোনো চেক ভাঙানোর জন্য দিয়েছেন কিনা। অ্যাকাউন্টধারীর কাছ থেকে ক্লিয়ারেন্স পাবার পরই সেই চেকে বর্ণিত টাকা প্রদান করা হয়। এতে ব্যাংক অ্যাকাউন্টধারীর স্বার্থ সুরক্ষিত হচ্ছে। চেক জালিয়াতির আশঙ্কা অনেকটাই কমে গেছে।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের তথ্য প্রদানের যে উদ্যোগ নেয়া হয়েছে তা অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। আমরা এ উদ্যোগের সাফল্য কামনা করি।

Share
নিউজটি ৪৪৭ বার পড়া হয়েছে ।
Tagged