নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে অন্তর্ভুক্তির জন্য ৯ বীমা কোম্পানি আবেদন করেছে বলে জানিয়েছেন ইন্স্যুরেন্স ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। আজ আইডিআরএ কার্যালয়ে বীমা মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শফিকুর রহমান বলেন, অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শেয়ারবাজারে আসতে অতালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোকে নির্দেশনা দেই। এরপর ৯টি বীমা কোম্পানি এ পর্যন্ত আবেদন করেছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। তবে আরও ১৮ কোম্পানি এখন পর্যন্ত আবেদন করেনি। চলতি মাসেই আমরা তাদের সঙ্গে বৈঠকে বসবো। কেন আবেদন করেনি তা জানতে চাওয়া হবে বৈঠকে। তবে কারা আবেদন করেছে আর কারা করেনি তাদের নাম সংবাদ সম্মেলনে জানায়নি আইডিআরএ চেয়ারম্যান।
বীমার প্রতি মানুষের আস্থা ফেরাতে কোম্পানিগুলোকে বীমা দাবি নিষ্পত্তিতে বেশি জোর দেয়া হচ্ছে জানিয়ে আইডিআরএ চেয়ারম্যান জানান, ২০১৮ সালে জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিগুলো মোট ছয় হাজার ৬১১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ওই সময় নতুন করে এক কোটি লোক বীমার আওতায় এসেছে।ফলে বর্তমানে প্রায় দু’ কোটি লোক বীমার আওতায় রয়েছেন।
তিনি জানান, ২০১৮ সালে বীমা খাতে প্রিমিয়াম আয় বেড়েছে ১১.২৫ শতাংশ। তবে দেশের অর্থনীতির আকার হিসেবে প্রবৃদ্ধির এ হার যথেষ্ট নয় দাবি করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আমরা কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছি বীমার প্রিমিয়াম আয় বাড়াতে নতুন পণ্য আনার জন্য।
আইডিআরএ চেয়ারম্যান জানান, সাধারণ মানুষের মধ্যে বীমার সচেতনতা বাড়াতে এবার খুলনায় মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দু’ দিনব্যাপী খুলনা সার্কিট হাউজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ২৫ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এবার মেলায় ৭৮টি বীমা কোম্পানি অংশ নেবে। এছাড়া বীমা খাত উন্নয়নে সভা সেমিনারের পাশাপাশি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।
আইডিআরএ চেয়ারম্যান জানান, মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী গ্রাহক সেবায় বীমা পক্ষ পালন করা হবে। এছাড়া মুজিববর্ষ বীমাবর্ষ হিসেবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহানউদ্দিন, মোশারফ হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী প্রমুখ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান