নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৭১ টি প্রতিষ্ঠানের ১৪১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানেগুলোর ৩ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৮৪১টি শেয়ার ৫২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪১ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ৬৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৯ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।
এছাড়া এডিএন টেলিকমের ২৮ লাখ ৭ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১২ লাখ ৪৮ হাজার টাকার, আমান ফিডের ৮৮ লাখ ৪৪ হাজার টাকার, এমবি ফার্মার ২৩ লাখ ৮৫ হাজার টাকার, বেক্সিমকোর ২১ লাখ ৯০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৪ লাখ ৬২ হাজার টাকার, ডেসকোর ২ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকার, ফরচুন সুজের ৭৭ লাখ ৯৬ হাজার টাকার, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৫০ লাখ টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬ লাখ ৫ হাজার টাকার, যমুনা ব্যাংকের ২ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৮৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫১ লাখ ৫৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২ কোটি ৫৮ লাখ ২৬ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৩ লাখ ৮৬ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ১১ লাখ ৬২ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫১ লাখ ৯৪ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ২১ হাজার টাকার, রেনেটার ৯৭ লাখ ১৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকার, সিলভা ফার্মার ৯ লাখ টাকার, এসকে ট্রিমসের ৩ কোটি ৩৬ লখ ৬৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৪৪ লাখ ১০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকার, এসএস স্টিলের ৮ লাখ ২৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮৬ লাখ ২০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৪২ লাখ ৮৫ হাজার টাকার, এসিআইয়ের ৪৯ লাখ ৩৮ হাজার টাকার, বিবিএস কেবলসের ২২ লাখ ৩৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৯৩ লাখ ৮৬ হাজার টাকার, জেনেক্সের ৬ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার, ইন্ট্রাকোর ১১ লাখ ৫৯ হাজার টাকার, আইটি কনসালটেন্টসের ৫ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১ কোটি ১১ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫৩ লাখ ৬৪ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ লাখ ৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকার, অলিম্পিকের ১১ লাখ ৪৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার, পদ্মা অয়েলের ২ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার, রানার অটোর ১৬ লাখ ৬ হাজার টাকার, সায়হাম কটনের ১৩ লাখ ১৬ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৫০ লখ ৫৩ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৫ লাখ ১ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৫ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ১১ লাখ ৯০ হাজার টাকার, গ্রামীণফোনের ২ কোটি ৬৫ লাখ ১৬ হাজার টাকার, আইএফআইসির ৫০ লাখ ৪৬ হাজার টাকার, ম্যারিকোর ৪ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকার, এসিআই ফর্মূলেশনের ৪৭ লাখ ৩৮ হাজার টাকার, বঙ্গজের ৫ লাখ টাকার, বারাকা পাওয়ারের ৮২ লাখ ৬৪ হাজার টাকার, বাটা সু’র ৩৪ লাখ ৬৬ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৩০ লাখ টাকার, সিটি ব্যাংকের ৫০ লাখ ১০ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৬ লাখ ৪০ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১০ লাখ টাকার, সী পার্লের ৭ লাখ ৭৪ হাজার টাকার এবং সিমটেক্সের ৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারাজার প্রতিদিন/এসএ/খান