২৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯ ৭:১৪:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক মো. হারুন-অর-রশীদ তার হাতে থাকা মোট ৩ কোটি ১৭ লাখ ১ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ২৮ লাখ ৮১ হাজার ৯৩৪টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাজারদর অনুযায়ী সাধারণ মার্কেটে এসব শেয়ার বিক্রি করা হবে।
এদিকে গতকাল এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৮ টাকা ৮০ পয়সা থেকে ১৩ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।
২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৫৮ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯৫ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৪৬৫টি। ৩০ সেপ্টেম্বর ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের হাতে রয়েছে ৪০.৬১ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.২৬ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.৫০ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫.৬৩ শতাংশ শেয়ার। ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৬০ বার পড়া হয়েছে ।
Tagged