নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটি ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক আজ ২৬ আগস্ট ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার গতকাল ২৫ আগস্ট বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে স্ট্যান্ডার্ড ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। অন্যদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ৫ শতাংশ বোনাস।
দৈনিক শেয়ারবাজার পতিদিন/এসএ/খান