২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

২ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা

সময়: রবিবার, জুলাই ১২, ২০২০ ৫:৪৯:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- শমরিতা হসপিটাল লিমিটেড এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৮ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে শমরিতা হসপিটাল লিমিটেডের বোর্ডসভা। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা।

আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৪৫ বার পড়া হয়েছে ।
Tagged