আবারও হতাশ করলো ইন্টারন্যাশনাল লিজিং

সময়: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১২:৪৪:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে আবারও হতাশ করল শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। আগের ২ বছরের মত এবারও অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ২৬ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ৩১ টাকা ৩০ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১৫৪ টাকা ১৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টম্বর।

 

Share
নিউজটি ১৮৫ বার পড়া হয়েছে ।
Tagged