আরএকে সিরামিকসের লেনদেন স্থগিত

সময়: রবিবার, জুলাই ৩, ২০২২ ১:১৩:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৪ জুন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ গাজীপুরের ধানুয়া, বাটুলিয়াতে ৩৩.৯১ একর জমি জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৬২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ টাইলস উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার স্কয়ার মিটার উৎপাদন ক্ষমতা বাড়াবে। কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে ৯ হাজার ২৫ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।

এছাড়া, রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি বন্ড লেনদেন।

 

Share
নিউজটি ১৯৯ বার পড়া হয়েছে ।
Tagged