সূচক কমলেও বেড়েছে লেনদেন

উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২, ২০২১ ১১:৫৪:৩২ অপরাহ্ণ


উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪.৬৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১.০৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ২২.১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯৬.৮৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১২.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮.৬৬ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৭টি, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজ ডিএসইতে মোট ৬৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০৬টি শেয়ার ৩ লাখ ৪০ হাজার ৪৫ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ ৩ হাজার ৯৫৯ টাকা ১০ পয়সা।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৫৩৭ টাকা ৯২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫০.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৭ বার পড়া হয়েছে ।
Tagged