উৎপাদন শুরু করেছে বীচ হ্যাচারি

সময়: সোমবার, জুন ২৮, ২০২১ ২:৫১:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড আজ ২৮ জুন, সোমবার থেকে উৎপাদন কারযক্রম শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি হোয়াইট ফিস (তেলাপিয়া, কই, পাঙ্গাস এবং পাবদা) চাষ শুরু করেছে। প্রাথমিকভাবে বছরে কোম্পানিটির ১০৫ টন উৎপাদন হবে।

কোম্পানিটি মাছের জন্য ১৫ নং কংক্রিট ট্যাংক ব্যাবহার করছে, যেখানে পানি ধারন ক্ষমতা ৫৫ হাজার লিটার।

উৎপাদন প্রক্রিয়া গঠন করা হবে হ্যাচারি ইউনিট, নার্সারি ইউনিট, প্রি-গ্রোআউট, গ্রোআউট, হার্ভেস্টিং এবং বিক্রয় পদ্ধতিতে। কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া ক্রমাগতভাবে বাড়াবে জৈবিকভাবে এবং অব্যবহৃত কাঠামো দিয়ে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৬ বার পড়া হয়েছে ।
Tagged