গেইনারের শীর্ষে সিমটেক্স

সময়: রবিবার, মে ৯, ২০২১ ৪:৫৩:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে সিমটেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৯ বারে ৩৬ লাখ ৭০ হাজার ৯৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ই-জেনারেশনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২৩২ বারে ৭ লাখ ৫৩ হাজার৩৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লুব-রেফের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭৫৬ বারে ৪৩ লাখ ৯৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯ দশমিক ৭২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯ দশমিক ৫৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৯ দশমিক ৫২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৩৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯ দশমিক ৩৪ শতাংশ ও এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর ৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged