গেইনারে তালিকায় বীমা খাতের আধিক্য

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৪:৪১:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৭ ফেব্রুয়ারি) টপটেন গেইনার তালিকায় ৯০ শতাংশই বীমা খাতের কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ টপটেন গেইনার তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৯টি বা ৯০ শতাংশ বীমা খাতের। এই নয়টি মধ্যে শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে জনতা ইন্স্যুরেন্সের।

জানা গেছে, মঙ্গলবার জনতা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩১.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জনতা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা বীমা খাতের অপর কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৭ শতাংশ বেড়েছে।

এছাড়া টপটেন গেইনারে উঠে আসা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৪ বার পড়া হয়েছে ।
Tagged