তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির মুনাফা বেড়েছে ১৫৮ শতাংশ

সময়: মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০২২ ৪:০৮:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২২ – মার্চ ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ১৯ এপ্রিল ২০২২, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৭৩৫ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৬৩৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩ কোটি ০৪ লাখ ৭৯ হাজার ১০০ টাকা বা ১৫৮ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৬ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ১২৩ শতাংশ।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান ৩৩ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ০৪৩ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১৭ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ০৭৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান বেড়েছে ১৫ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৯৬৮ টাকা বা ৮৯ শতাংশ।

অন্য দিকে চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২১ – মার্চ ২২) কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৯ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ২৫৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ০১০ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৪৭ টাকা বা ১০৬ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭৬ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৯ শতাংশ।

৩১ মার্চ ২০২২ শেষে, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা, যা ৩০জুন ২০২১ শেষে ছিল ১২ টাকা ৫৭ পয়সা এবং কোম্পানিটির শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৬ পয়সা।

 

Share
নিউজটি ৬২৭ বার পড়া হয়েছে ।
Tagged