তালিকাভুক্ত ১২ সাধারণ বীমা কোম্পানির বিনিয়োগ কমেছে

সময়: মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯ ৯:২৫:১৭ পূর্বাহ্ণ


অনুপ সর্বজ্ঞ : গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি সাধারণ বীমা কোম্পানির বিনিয়োগ কমেছে। ২০১৭ সালে কোম্পানিগুলোর বিনিয়োগ ছিল ১ হাজার ৮৬১ কোটি ৬৮ লাখ টাকা। যা গত বছর এসে দাঁড়িয়েছে ১ হাজার ৭০১ কোটি ৯২ লাখ টাকায়। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিগুলোর বিনিয়োগ কমেছে ১৫৯ কোটি ৭৬ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিআরএ’র তথ্য অনুযায়ী, গত বছর ফিনিক্স ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ৮৭ কোটি ৭৯ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ১১৫ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর ফিনিক্সের বিনিয়োগ কমেছে ২৩ দশমিক ৮১ শতাংশ। প্রথম প্রান্তিকেও কোম্পানিটির বিনিয়োগ কমেছে। এ সময় এর বিনিয়োগ দাঁড়িয়েছে ৭১ কোটি ১৯ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৯১ শতাংশ কম।
২০১৮ সালে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ১৪৪ কোটি ৭৭ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ১৬৭ কোটি ৮৪ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৭ সালের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত বছর গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ৬৪৭ কোটি ৫৬ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৬৬৬ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে ২ দশমিক ৮৪ শতাংশ।
২০১৮ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ৩৭ কোটি ৯৬ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৪৪ কোটি ৫২ লাখ টাকা। আগের বছরের তুলনায় গত বছর এ কোম্পানির বিনিয়োগ কমেছে ১৪ দশমিক ৭৪ শতাংশ। জানা যায়, এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিনিয়োগ দাঁড়ায় ৩৭ কোটি ১৯ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ কম।
গত বছর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগ ছিল ৭৩ কোটি ১২ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৯৩ কোটি ৮৪ লাখ টাকা। এ অনুযায়ী আগের বছরের তুলনায় গত বছর এ কোম্পানির বিনিয়োগ কমেছে ২২ দশমিক শূন্য ৭ শতাংশ।
২০১৮ সালে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগ ছিল ৮৩ কোটি ১০ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ১০০ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর এ কোম্পানির বিনিয়োগ কমেছে ১৬ দশমিক ৯৯ শতাংশ। এদিকে, এ বছরের প্রথম প্রান্তিকেও কোম্পানিটির বিনিয়োগ কমেছে। এ সময় কোম্পানিটির বিনিয়োগ দাঁড়িয়েরেছ ৮১ কোটি ৮১ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫৫ শতাংশ কম।
এদিকে, গত বছর ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৯৭ কোটি ৯২ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ১০৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে ৭ দশমিক ২৩ শতাংশ। প্রথম প্রান্তিকেও এ কোম্পানির বিনিয়োগ কমেছে। এ সময় এর বিনিয়োগ দাঁড়িয়েছে ৯০ কোটি ৩২ লাখ টাকা। যা আগের বছর একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৬ শতাংশ কম।
আইডিআরএ’র তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ৯৭ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের ছিল ৯৯ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে ২ দশমিক ১৯ শতাংশ। এদিকে প্রথম প্রান্তিকে এ কোম্পানির বিনিয়োগ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫৬ শতাংশ কম।
গত বছর প্রাইম ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ৪০ কোটি ৬৪ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৪৯ কোটি ১২ লাখ টাকা। আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে ১৭ দশমিক ২৬ শতাংশ।
জানা গেছে, গত বছর রিলায়েন্স ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ২৭৫ কোটি ১৩ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ২৯৮ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে ৭ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া প্রথম প্রান্তিকে এ কোম্পানির বিনিয়োগ দাঁড়িয়েছে ২৬১ কোটি ২৬১ কোটি ৬০ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৯২ শতাংশ কম
২০১৮ সালে রিপাবলিক ইন্স্যুরেন্সের বিনিয়োগ ছিল ৪৩ কোটি ৫০ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৪৭ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের তুলনায় গত বছ কোম্পানিটির বিনিয়োগ কমেছে ৭ দশমিক ৮৫ শতাংশ। জানা যায়, প্রথম প্রান্তিকে এ কোম্পানির বিনিয়োগ দাঁড়ায় ৩৯ কোটি ৩২ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ কম।
এদিকে, কর্নফুলি ইন্স্যুরেন্সের বিনিয়োগ ২০১৮ সালে ছিল ৭২ কোটি ৮৬ লাখ টাকা। যা এর আগের বছর ছিল ৭৩ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর কোম্পানিটির বিনিয়োগ কমেছে শূন্য দশমিক ৮১ শতাংশ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৫ বার পড়া হয়েছে ।
Tagged