প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেকে শোকজ

সময়: সোমবার, জুন ১২, ২০২৩ ৫:০১:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেরকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ মে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর শেয়ারদর ছিল ৬৬ টাকা। ১১ জুন বা রোববার কোম্পানিটির শেয়ারদর হয়েছে ৭৪ টাকা ১০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ১৮ দশমিক ১৮ শতাংশ। এই ধরনের শেয়ারদর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Share
নিউজটি ১৩৬ বার পড়া হয়েছে ।
Tagged