আইপিডিসি ফাইন্যান্স

বন্ডের মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে আইপিডিসি

সময়: মঙ্গলবার, জুন ২২, ২০২১ ১১:২১:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবদেক : মেয়াদি বন্ড ইস্যুর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

মঙ্গলবার (২২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিডিসি এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবেল বন্ড। আর্থাৎ বন্ডটির কোনো অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা হবে না। বন্ডের সাথে কুপন থাকবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর।

কোম্পানিটির চলমান ব্যবসার আর্থিক চাহিদা পূরণ এবং ভবিষ্যত মূলধন পর্যাপ্ততার কাজে এই অর্থ ব্যবহার করা হবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর আলোচিত সিদ্ধান্তটি কার্যকর হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭৩ বার পড়া হয়েছে ।
Tagged