বাড়লো ৯ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০১৯ ৯:৫৯:৩১ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএল পরিচালিত ৯ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরও ১০ বছর বাড়ানো হয়েছে। ফান্ডগুলো হলো: ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ ফান্ডগুলোর মেয়াদ বাড়িয়েছে। এ হিসেব অনুযায়ী ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩০ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩০ সালের আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩০ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের কার্যক্রম ২০৩২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩৩ সালের ২৬ জুন পর্যন্ত চলবে। পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩০ সালের ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩০ সালের ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩১ সালের ১৫ মে পর্যন্ত চলবে। এছাড়া এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম ২০৩২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৬৮ বার পড়া হয়েছে ।
Tagged