ব্লক মার্কেট

ব্লক মার্কেটে পৌনে ৭৮ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৫:১০:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৬১ লাখ ১৬ হাজার ২৯১টি শেয়ার ৬৩বার হাতবদল হয়, যার বাজারমুল্য ৭৭ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২৯ কোটি ২৬ লাখ ৫৯ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৩ লাখ ১৩ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১ কোটি ২ লাখ ৩৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১ লাখ ২৫ হাজার টাকার, লাফার্সহোলসিমের ৬৪ লাখ টাকার, ফু-ওয়াং ফুডের ৩৬ লাখ ৯৬ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ৩৫ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন ক্যাবলের ৩৪ লাখ ১৪ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৩০ লাখ ৭৫ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩০ লাখ ৭২ হাজার টাকার, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩০ লাখ ২৩ হাজার টাকার, ফরচুন সুজের ২০ লাখ ৬ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১৭ লাখ ৫৮ হাজার টাকার, পদ্মা লাইফের ১৩ লাখ ৭৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১২ লাখ ১০ হাজার টাকার, আইএলএফএসএলের ১২ লাখ ২ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স এর ৮ লাখ ৮৫ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৭ লাখ ৮৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিং এর ৭ লাখ ২০ হাজার টাকার, আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ লাখ ১৩ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ডের ৬ লাখ ১৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ৭৫ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭ হাজার টাকার, এপেক্স ট্যানারির ৫ লাখ ৫২ হাজার টাকার, এসিআই লিমিটেডের ৫ লাখ ৩০ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ ২৯ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫ লাখ ২৬ হাজার টাকার, অলটেক্সের ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৮৮ বার পড়া হয়েছে ।
Tagged