সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূকের পাশাপাশি কমেছে লেনদেন

সময়: শনিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২২ ২:১৯:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিসের মধ্যে তিন কার্যদিবসই পতন হয়েছে। আর দুই কার্যদিবস সামান্য উত্থান হয়েছে। একই সাথে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা পাঁচ হাজার ৮২৩ কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে।

জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে মাত্র ৮৭টির দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৩ শতাংশ। এ সময়ে ডিএসইতে ২৮০টি তথা ৭৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে।আলোচিত সপ্তাহে ১৯টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৮৮ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৬ হাজার ৯৯১ দশমিক ৩৬ পয়েন্টে নেমে এসেছে। গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৫ দশমিক ১৫ পয়েন্ট কমেছিল।

গত সপ্তাহে বাজারে লেনদেনও কমেছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ১৯৩ কোটি ৪২ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৩০ কোটি ১৩ লাখ টাকা বা ৯ দশমিক ৮ শতাংশ। এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯.৮৩৭৯ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৯.৫৬ পয়েন্টে।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৫৭৫১.১৫২ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ, কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৭.৫৫ পয়েন্টে। সিএসসিএক্স ১৮৯.০৪ পয়েন্ট বা ১.৫১ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৮.২৫ পয়েন্ট বা ১.১৯ শতাংশ এবং সিএসআই ৯.৭৬ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৪ হাজার ৪৩৭.৫৫
পয়েন্টে। ১২ হাজার ২৮৩.৪৫ পয়েন্টে, ১ হাজার ৫১১.০৯ পয়েন্টে এবং ১ হাজার ২৭৯.০২ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৩টি, কমেছে এবং ২৩টির অপরিবর্তিত রয়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে ৭ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৭০৯টি শেযার ২ লাখ ৭ হাজার ১৮৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২১৮ কোটি ৬ লাখ ৭ হাজার ৩৬৯ টাকা ৮০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৮৬ বার পড়া হয়েছে ।
Tagged