সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: শনিবার, ফেব্রুয়ারি ১২, ২০২২ ৫:০০:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে সুচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিসের মধ্যে চার দিনই সূচক বাড়তে দেখা গেছে। এর ফলে সূচক ও লেনদেনের সাড়ে চার হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪৩ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৮৫.৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৩৭ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.১৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৭.৬২ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৭.৪৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৫টির বা ৬০.৮৮ শতাংশের, কমেছে ১২৫টির বা ৩২.৩৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৩৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮৮ কোটি ৯২ লাখ ৭ হাজার ৯০ টাকা বা ৩ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা চার হাজার ৫৭০ কোটি ২২ লাখ ৩০ হাজার ৩৬৯ টাকা ফিরে পেয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯.১১ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৬৯.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১১২.৭৪ পয়েন্ট বা ০.৯১ শতাংশ, সিএসই-৫০ সূচক ৯.৭৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ এবং সিএসআই ৮.৯৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১২ হাজার ৪৭২.৪৯ পয়েন্টে, এক হাজার ৫২৯.৩৪ পয়েন্টে এবং এক হাজার ২৮৯.০২ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২৬৬.৫৮ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৮.৪১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৩টি, কমেছে এবং ২৩টির অপরিবর্তিত রয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৯০৩টি শেযার এক লাখ ২৩ হাজার ৯৮৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৮৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ১৩ টাকা ৯০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২০ বার পড়া হয়েছে ।
Tagged