সপ্তাহজুড়ে ৩৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

সময়: শনিবার, আগস্ট ৩, ২০১৯ ৯:৫৪:০৫ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালক ৩৬ লাখ ১১ হাজার ২৪টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্সে, প্রাইম ইন্স্যুরেন্স, স্যোস্যাল ইসলামি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও প্রগতি ইন্স্যুরন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: এ কোম্পানির কর্পোরেট উদ্যোক্ত ক্যামেলিয়া ডানকান ফাইন্ডেশন মোট ৪৪ লাখ ৮৬ হাজার ২৪টি শেয়ারের মধ্যে ৩৬ হাজার ২৪টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স: এ কোম্পানির কর্পোরেট উদ্যোক্ত ফারইস্ট ইসলামি সিকিউরিটিজ মোট ২৫ লাখ ৯৫ হাজার শেয়ারের মধ্যে ৮ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

স্যোস্যাল ইসলামি ব্যাংক: এ কোম্পানির উদ্যোক্তা মো. কামাল উদ্দিন আহমেদ তার মোট ৮২ লাখ ৬৫ হাজার ৩১৩টি শেয়ারের মধ্যে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

মার্কেন্টাইল ব্যাংক: এ কোম্পানির পরিচালক এ কে এম শহীদ রেজা তার মোট ৪ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৩৭টি শেয়ারের মধ্যে ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
প্রগতি ইন্স্যুরেন্স: এ কোম্পানির পরিচালক ক্যাপ্টেন ইমরান আনোয়ার হোসেন ৫০ হাজার বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এসব শেয়ার বিক্রি করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫৫ বার পড়া হয়েছে ।
Tagged