সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

সময়: শনিবার, নভেম্বর ১৩, ২০২১ ১:০৪:০২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৭-১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯০০ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১৫.২৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ২ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭১ কোটি ৮২ লাখ ৩৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। কোম্পানিটির ৬ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের ২১৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংক ১৯৮ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৭৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩৫ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১২৭ কোটি ১৮ লাখ ৪২ হাজার টাকার এবং ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১২১ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকার টাকার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৬৪ বার পড়া হয়েছে ।
Tagged