ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে ফার্মা এইডস

সময়: শনিবার, নভেম্বর ১৩, ২০২১ ১:০৩:০২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৭ থেকে ১১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ফার্মা এইডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফার্মা এইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২৪.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১৮.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০৬.৩০ টাকা বা ১৭.০১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্মা এইডস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৫.৭৭ শতাংশ, আজিজ পাইপসের ১৪.৯৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১২.৪০ শতাংশ, ডরিন পাওয়ারের ১০.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৯.৮৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬২ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৩৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৮.৭৩ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৮.৪৯ শতাংশ কমেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৩৪ বার পড়া হয়েছে ।
Tagged