সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের সিদ্ধান্ত এসএস স্টিলের

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৭, ২০২১ ৩:১৪:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সিরামিক ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই বিনিয়োগের মাধ্যমে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজের ৭৫ শতাংশ শেয়ারের মালিক হবে এসএস স্টিল।

সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ খুলনা বিভাগের বাগেরহাট জেলার কাটাখালিতে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিক পণ্য উৎপাদন হয়।

সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমতি নেয়ার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টিল। ইজিএমের স্থান, তারিখ এবং সময় পরবর্তীতে কোম্পানিটি জানিয়ে দেবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯৫ বার পড়া হয়েছে ।
Tagged