৩৫০ কোটি টাকা ব্যয়ে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত

সময়: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০ ৫:৪২:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩৫০ কোটি টাকা ব্যয়ে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, স্কয়ার ফার্মার সাবসিডিয়ারি কোম্পানির নাম হবে স্কয়ার লাইফসাইন্সেস লিমিটেড। প্রতিষ্ঠানটি ওরাল সলিড ডোজেজ প্রোডাক্টস উৎপাদন করবে।
এই প্রজেক্টের ব্যয় কোম্পানির নিজস্ব ফান্ড বা স্কয়ার লাইফসাইন্সের স্পন্সরদের কাছ থেকে অর্থায়ন করা হবে। ২০২৩ সালের জুনের মধ্যে কোম্পানিটির প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৩ বার পড়া হয়েছে ।
Tagged