দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

৫ মিউচ্যুয়াল ফান্ডের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১ ২:৪৩:৩৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফান্ডগুলো হলো- গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড : বছরের প্রথম প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৩০ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৬৪ পয়সা।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : বছরের প্রথম প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৩২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০.৯৯৩৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা।

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড : বছরের প্রথম প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ২৬ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯১ পয়সা।

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড : বছরের প্রথম প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৫০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০.৮৫০০ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৬১ পয়সা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : বছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৪৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০.২০৫৫ পয়সা। বছরের ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর,২১) ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছে ০.১৫১৩ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ০.২৫১৬ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৪২ পয়সা।

 

 

Share
নিউজটি ৩১৮ বার পড়া হয়েছে ।
Tagged