ওয়ালটন হাইটেকের আইপিও লটারির ফলাফল প্রকাশ

সময়: রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ২:৩৯:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৬ সপ্টেম্বর) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

আগে কোম্পানিটি ৩ সেপ্টেম্বর আইপিও লটারির ড্র অনুষ্ঠান করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছিল। কিন্তু বিএসইসি ৬ সেপ্টেম্বর লটারির ড্র অনুষ্ঠান করার অনুমতি দেওয়ায় আজ তা অনুষ্ঠিত হয়।

ওয়ালটনের আইপিও’র আবেদন গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত জমা নেওয়া হয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ারের বিপরীতে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকা জমা পড়ে; যা নির্ধারিত কোটার প্রায় সাড়ে ৯ গুণ। আবেদন বেশী পড়ায় নিয়ম অনুসারে লটারির আয়োজন করা হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৪১ বার পড়া হয়েছে ।
Tagged