কারণ ছাড়াই বাড়ছে ইনফরমেশন সার্ভিসসের

সময়: রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২০ ২:০৩:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : কারণ ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়্যার লিমিটেডের শেয়ার দর এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইনফরমেশন সার্ভিসসের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস টানা বেড়েছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৪ আগস্ট কোম্পানি শেয়ারের দর ছিল ৩৮.০০ টাকা। এরপর গত ১০ সেপ্টেম্বর দর বেড়ে লেনদেন হয় ৬৫.৪০ টাকায়। এই সময়ে এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.৪০ টাকা বা ৭২.১০ শতাংশ। যা অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৩৩ বার পড়া হয়েছে ।
Tagged