ক্যাটাগরি পরিবর্তনে বড় অগ্রগতি, ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৯:৩৩:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করায়, ডিএসই নীতিমালা অনুযায়ী ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

এই পরিবর্তনের ফলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কোম্পানির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে।

তবে, ক্যাটাগরি পরিবর্তনের পরবর্তী ৭ কার্যদিবস পর্যন্ত কোম্পানির শেয়ার কেনাবেচায় কোনো ঋণ সুবিধা (margin loan) দিতে পারবে না ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো।

📊 পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মূল তথ্য:

  • পূর্ববর্তী ক্যাটাগরি: ‘জেড’

  • বর্তমান ক্যাটাগরি: ‘এ’

  • কারণ: ২০২৪ সালের অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা ও পরিশোধ

  • লেনদেন শুরুর তারিখ (‘এ’ ক্যাটাগরি): ১৪ অক্টোবর, ২০২৫

  • ঋণ সুবিধা নিষেধাজ্ঞা: পরবর্তী ৭ কার্যদিবস

দীর্ঘদিন ‘জেড’ ক্যাটাগরিতে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের জন্য এটি একটি বড় ইতিবাচক পরিবর্তন। কোম্পানিটি নিয়মিত ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করায় ডিএসই তাদের ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে। এতে কোম্পানির শেয়ার লেনদেনে আগ্রহ বাড়তে পারে এবং বাজারে এর স্থিতিশীলতা আরও বৃদ্ধি পেতে পারে।

 

Share
নিউজটি ৫৪ বার পড়া হয়েছে ।
Tagged