গেইনার তালিকার শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

সময়: রবিবার, জুলাই ২৬, ২০২০ ৬:১৮:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.২০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪১.২০ টাকায়। অর্থাৎ আজ এই কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ১৩.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রগতি ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ৮.৮০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৮৩ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, এসিআইয়ের ৬.০৭ শতাংশ, অলিম্পিকের ৫.৫১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.৬৫ শতাংশ, ম্যারিকোর ৪.৪৩ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৪১ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৩২ শতাংশ বেড়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৪ বার পড়া হয়েছে ।
Tagged