নিজস্ব প্রতিবেদক ঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড ঘোষিত ডিভিডেন্ডের কিছুটা পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক সহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের জারি করা লভ্যাংশ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের কারণে ঘোষিত লভ্যাংশ সংশোধন করে ওই প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজন হয়ে পড়ে। তার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের বৈঠকে আগে ঘোষিত লভ্যাংশ সংশোধন করা হয়। ঘোষিত লভ্যাংশের পরিমাণ অপরিবর্তিত রেখে তা নগদে ও বোনাসে ভাগ করা হয়।
আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত বছর যা ১ টাকা ৯৭ পয়সা ছিল। অন্যদিকে এককভাবে এনসিসি ব্যাংকের ইপিএস (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২ পয়সা।
আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।
দৈনিক শেয়ারাজার প্রতিদিন/এসএ/খান