নাভানা ফার্মার শেয়ার লেনদেন শুরু

সময়: বুধবার, জুলাই ৫, ২০২৩ ১:৪৫:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল নাভানা ফার্মার শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধের জন্য রূপান্তরযোগ্য ১৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

কোম্পানিটির বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি হবে আংশিক রূপান্তরোযগ্য। অর্থাৎ এই বন্ডের অংশবিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। একইসঙ্গে মেয়াদ শেষে বন্ডটি সম্পূর্ণ অবসায়ন হবে।

বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তারও আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।

বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে।

 

 

Share
নিউজটি ১২৭ বার পড়া হয়েছে ।
Tagged