নির্ধারিত সময়ের মধ্যে ৩০% শেয়ার ধারণে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০ ১:৪৬:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার আগামী ২ মাসের মধ্যে ধারণ করতে হবে। এই সময়ের মধ্যে শেয়ার ধারণে ব্যর্থ হলে কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৯ জুলাই থেকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারনের সময় বেধে দিয়েছে বিএসইসি।
আইন অনুযায়ী, কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালক এবং প্রস্তাবিত পরিচালকদের সাব রূল (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুল ৪ (প্রভিশন অব ইনসাইডার ট্রেডিং),১৯৯৫ মতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৭ বার পড়া হয়েছে ।
Tagged