প্রগতি লাইফের রাইট আবেদন শুরু ২৪ সেপ্টেম্বর

সময়: মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২০ ১২:৩৬:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট আবেদন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এবং শেষ হবে ২০ অক্টোবর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির রাইট সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রগতি লাইফের রাইট রাইট অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। ৫টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ১৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা সংগ্রহ করবে।
কোম্পানিটি ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ব্যবসা বৃদ্ধি এবং মূলধন শক্তিশালী করার জন্য রাইট শেয়ার ইস্যু করবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৯ বার পড়া হয়েছে ।
Tagged