নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আব্দুল হালিম।
আজ বুধবার সকাল ১১ টায় তিনি শ্রদ্ধা নিবেদন করেন । এবং পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন।
এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। এবং জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক তিনি কমিশনে যোগদান করেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান