বিআরটিসির সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা চুক্তি

সময়: মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২০ ৯:২৯:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগরীর শিক্ষার্থীদের জন্য ১০টি দ্বি-তল বাস উপহার দিয়েছেন। বাসগুলো চালু করার জন্য জিপিএইচ ইস্পাত আর্থিক সহায়তা দানকল্পে আজ মঙ্গলবার বিআরটিসির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। জিপিএইচ ইস্পাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চুক্তিটি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে হস্তান্তর করছেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো ম্যানেজার উপস্থিত ছিলেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫০১ বার পড়া হয়েছে ।
Tagged