নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ২১ কোম্পানির প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, হামিদ ফেব্রিক্স, এইচ আর টেক্সটাইল, যমুনা ব্যাংক, ম্যারিকো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর ৪০ লাখ ৮ হাজার ৭৭৩টি শেয়ার ৬৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এছাড়া ওয়ালটনের ৪০ লাখ ৬৯ হাজার টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ১ লাখ ৩ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ২৭ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৪৬ লাখ ৪৬ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২২ লাখ ৫৫ হাজার টাকার, ম্যারিকোর ৮৫ লাখ ৮৫ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৬ লাখ ৩৬ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫ লাখ ৯৩ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ২৪ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৪৭ লাক ৬০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১০ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৬ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ৩০ লাখ ২১ হাজার টাকার এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান