নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে ১৩টি কোম্পানির সাড়ে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৭ লাখ ৬৩ হাজার ৭৫৩টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৬ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৮৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকার প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮২ লাখ ৩৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনিক হোটেলের।
এছাড়া বিবিএস কেবলসের ৩৩ লাখ ৯৫ হাজার টাকার, ফাইন ফুডসের ২৪ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ১৯ লাখ ২৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬৪ লাখ ৩০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৯ লাখ ৯০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৬ লাখ ১৩ হাজার টাকার এসকে ট্রিমসের ৫৮ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৫১ লাখ ৩৩ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৭৭ লাখ ৯৮ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যালের ৫ লাখ ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান