ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১৮ কোম্পানির প্রায় ১৮ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০ ৫:২১:৫৮ অপরাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বৃটিশ আমেরিকান ট্যোবাকো, এনসিসি ব্যাংক, এসকে ট্রিম, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গ্রামীণফোন, কেপিসিএল, এম.এল ডাইং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, সী পার্ল বীচ ও সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিগুলোর ৪৮ লাখ ৭০ হাজার ৩০০টি শেয়ার ৬৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬০ লাখ টাকার এনসিসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমের।

এছাড়া সামিট পাওয়ারের ৮ লাখ ১০ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১৭ হাজার টাকার, সমতা লেদারের ৫ লাখ ৪৯ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৮ লাখ ৮৯ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৯৯ লাখ ৫৪ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকার, ফাইন ফুডসের ২৮ লাখ ৯৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩১ লাখ টাকার, ডিবিএইচের ৩১ লাখ ৬৭ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকার, বেক্সিমকোর ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪০ হাজার টাকার এবং এপোলো ইস্পাতের ৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫৯ বার পড়া হয়েছে ।
Tagged