নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১২ অক্টোবর) ব্লক মার্কেটে ২০ কোম্পানির সাড়ে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, এসকে ট্রিমস, আমান ফিড, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বিজিআইসি, ডিবিএইচ, ঢাকা ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, যমুনা ব্যাংক, মেট্রো স্পিনিং,ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর ৩৯ লাখ ৮৬ হাজার ৯৭৬টি শেয়ার ৬৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর।
এছাড়া ওয়ালটনের ১৬ লাখ ৮৩ হাজার টাকার, সিঙ্গারের ২৪ লাখ ৫৯ হাজার টাকার, সুহৃদের ৯ লাখ ৫৫ হাজার টাকার, সী পার্লের ১৭ লাখ ২২ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১১ লাখ ২৫ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৭ লাখ ২ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১১ লাখ ২০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ২৮ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৭ লাখ ৪৩ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ ৭৬ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সর ৯ লাখ ৯০ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ৫১ হাজার টাকার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৬ লাখ ৪০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮২ লাখ ৫ হাজার টাকার এবং আমান ফিডের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান